Sunday, December 25, 2011

বিশ্বদেব মুখোপাধ্যায় এর অসামান্য কবিতা

প্রশ্ন
- বিশ্বদেব মুখোপাধ্যায়

ও নদী, ও নদী, উপুড় শবদেহটি কার ?
যাচ্ছে ভেসে স্রোতউদাসীন পার থেকে ওপার...
মুখ দেখি না | গোত্রবিহীন শবদেহটি কার ?

দেখছে কিছু? ঘোর ঘোলা জল | মুখটি নিচু আর
চিৎসাঁতারে অনভ্যস্ত  শবদেহটি কার ?

মগ্ন রাখে অংশত বুক, ভগ্ন দেহভার
বইছে নদী | কিন্তু কাকে ? শেষ অবধি তার
প্রশ্ন থাকেই -- শবদেহটি | শবদেহটি কার ?

ঢেঁকিঘর (২০০১)
 সবুজপত্র প্রকাশনী

No comments:

Post a Comment