কুয়াশাছন্ন চৈত্র মাস, মকর সংক্রান্তি,
স্নানরতা রাধাচূড়া, হ্যালোজেন আলোয়ে ৷
শুধু শুনি খট-খট, আর দুটি সর্পিল
কৃষ্ণসার সিং মধুর আলিঙ্গনে ৷
ক্রমে জন্ম ডি-এন-এ ডবল হেলিক্স ।
ছুটেছে নক্ষত্র মৃগ, পিছনে শিকারী,
উপবৃত্ত কক্ষপথে আদি অন্তহীন ।
আধো ছায়াপথ হতে দেখে বিশ্বরূপ ।