Saturday, June 2, 2012

নিশাচর


তার  সাথে  দেখা, মেঘের  উপর।
সাদা  তুলোর  লেপের  তলায়ে ,
পৃথিবী  তখন  দিবানিদ্রা  মগ্ন।
উপরে  নিশব্দে রোমাঞ্চের  উন্মোচন

বিকলের সোনালী রোদ তুলে ধরি ,
আলোকিত স্বপ্নময় অলীক মুখশ্রী 
সে  নিশ্পৃহে  ছড়িয়ে দেই  তার 
চোখের  কালো, নীল আকাশের  বুকে

আধ  অন্ধকার , আদিম  ঘুন 
কাটছে  ঘিলুর  ভেতর  কিটির  কিটির   
ঘুম  নাই , একা  জেগে , মেঘ  হীন 
কালো  আকাশ  মেশে  আমার  চোখের জলে